মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৬ জানুয়ারী ২০২৫ ১৬ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিশনের চেয়ারম্যান এবং দুই সদস্যের নাম ঘোষণা ও নিয়োগ দ্রুত হবে বলে জানানো হয়েছে।
এর আগে কেন্দ্র জানিয়েছিল অষ্টম পে কমিশন গঠন নিয়ে কোনও ভাবনা আপাতত নেই। এরপরই চাপ বাড়তে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব সংগঠন মোদি সরকারের উপর চাপ বাড়াতে আন্দোলনের কথা ঘোষণা করবে বলে জানায়। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের প্রাপ্য বিবেচনায় বড় ঘোষণা করা হল।
কেন্দ্রীয় সরকার, প্রতি দশকে একবার তার কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের জন্য একটি বেতন কমিশন গঠন করে। বেতন কাঠামো সংশোধনের পাশাপাশি, প্রতিটি বেতন কমিশনের একটি টার্ম অফ রেফারেন্স থাকে, যা তাদের লক্ষ্যকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করে। বেতন কমিশন কর্মচারীদের বেতন নির্ধারণের সঙ্গেই পেনশনভোগীদের প্রাপ্য নিয়েও সিদ্ধান্তও নেয়।
এর আগে ২০১৬ সালে সপ্তম বেতন কমিন কার্যকর হয়েছিল। এই কমিশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করল মোদি সরকার।
এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বলেই আসা করা হচ্ছে। বাড়বে ডিএ বা মহার্ঘভাতাও। ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে পেনশনভোগীদেরও। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নিয়ম অনুসারে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সেই ৫৩ শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
এর আগে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হয়েছিল। সপ্তম বেতন কমিশন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন প্রতি মাসে ১৮ হাজার টাকা। যা ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭ হাজার টাকা। ন্যূনতম পেনশন ৩,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছিল ৯,০০০ টাকা। সর্বোচ্চ বেতন হয় ২,৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা। দাবি মোতাবেক যদি এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হয়ে যেতে পারে। এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও।
নানান খবর
নানান খবর

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের